পরেশ চন্দ্র বর্মন : গাজীপুরের কাশিমপুর থানার নয়া পাড়া শিল্প এলাকা ধরে কোনাবাড়ী মেট্রো থানাধীন জরুন পর্যন্ত দীর্ঘ দিনের অবহেলিত এই রাস্তাটি এখন পর্যন্ত কোন উন্নয়ন হচ্ছে না।
বৃষ্টির দিনে জলাবদ্ধতা সহ দুর্ভোগের শিকার হন এই এলাকার বাসিন্দারা সহ বহুমুখী সাধারণ কর্মজীবী মানুষ। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে অটোরিকশা, ভ্যান,কার্গো সহ এই ঝুঁকি পূর্ণ রাস্তা পার হতে হয়। রাস্তার মাঝে মধ্যে জলাবদ্ধতার দরুন খানাখন্দের সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা। স্থানীয় সরকারের কোন রুপ ভূমিকা জনগণের নজরে আসছে বলে মন্তব্য করে সাধারণ ভুক্ত ভোগী মানুষ।
যাতায়াতের পথে অনেক সময় যানবাহন উল্টে যায়।চরম দুর্ভোগ যেন আজকাল এই রাস্তা পথচারীদের। কাশিমপুর থানার জিতার মোড় হইতে জরুন পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তার এই বেহাল দশা। সাধারণ জনগণের দাবি দ্রুত এই রাস্তাটি সংস্কার চায় এবং গাজীপুর মহানগর স্থানীয় সরকারের আশু পদক্ষেপ কামনা করেন।