
সাভার (ঢাকা) প্রতিনিধি : ‘২০২৬ সালের জাতীয় নির্বাচন কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না’ — হুঁশিয়ারি বিএনপি নেতা আমানের।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, দেশে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন কেউ বাধাগ্রস্ত করে বন্ধ করতে পারবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চলাকালে তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় তিনি বলেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় যাবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”
তিনি আরও জানান, গতকাল প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে এবং নির্বাচন যথাসময়ে হবে।
আমান উল্লাহ আমান তাঁর বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”