
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আগামী ২২শে নভেম্বর ২০২৫ইং, রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার আশুলিয়ার বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন।

এ নির্বাচনে চশমা মার্কা প্রতিক নিয়ে কোষাধ্যক্ষ পদপ্রার্থী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সৎ, যোগ্য ও ন্যায়নিষ্ঠ ব্যক্তি মোঃ নুর হোসাইন রাব্বি।
সমিতির সদস্যদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়ে রাব্বি ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো প্রকাশ করেছেন। তিনি জানান, নির্বাচিত হলে অসুস্থ সদস্যদের জন্য একটি বিশেষ সহায়তা তহবিল গঠন করা হবে। পাশাপাশি কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাঁর পরিবারের পাশে তাৎক্ষণিক সহায়তা নিয়ে দাঁড়াবে সমিতি।
তিনি আরও বলেন, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত সভা, আলোচনা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে। এতে সিনিয়র ও জুনিয়র ব্যবসায়ীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়ীদের উত্থান সহজ হবে।
আর্থিক স্বচ্ছতার বিষয়ে নুর হোসাইন রাব্বি বলেন, “সমিতির প্রতিটি সদস্যের কাছে আয়-ব্যয়ের হিসাব পরিষ্কারভাবে পৌঁছে দেওয়াই হবে আমার প্রথম দায়িত্ব। এজন্য মাসিক মিটিং ও অনলাইন রিপোর্ট প্রকাশ করা হবে।”
চূড়ান্তভাবে তিনি সকল সদস্যের দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতিকে আরও সুসংগঠিত ও স্বচ্ছ করতে আপনাদের সহযোগিতা প্রয়োজন।”