
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, আমি শৃঙ্খলায় বিশ্বাসী, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল দলের অভ্যন্তরে শৃঙ্খলা নষ্টের পায়তারা করে যাচ্ছে। অথচ সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ প্রতীকের পক্ষে আনোয়ারা-কর্ণফুলীর নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়েছে।

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে একত্রিত করে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আগামীতে প্রধান মন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদ তার সুযোগ্য নেতৃত্বে পরিচালিত হলে দেশও এভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে অনুষ্ঠিত। ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন। এরআগে আনোয়ারা কর্ণফুলী টানেল সংযোগ মোড় থেকে র্যালিটি শুরু হয়ে কর্ণফুলী মিয়ারহাট এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ ও সদস্য সচিব ফারুক হোসেন, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরীসহ বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।