
পরেশ চন্দ্র বর্মন
ভীষণ ভালোবাসি অসম্ভব প্রকাশ
অনুভূতি বেঁচে রয় তোমার স্পন্দনে
তোমায় মনে পড়ে খুউব অন্য রকম।

কল্পনায় আনমনা হয়ে থাকি
বিষন্নতা ঘিরে অস্ত রাত নামে,
আঁধার মাঝে আলো খুঁজি
কাছে পেতে ভীষণ ইচ্ছে জাগে আমার।
ডায়েরি আজও কথা বলে
নীল খামের চিরকুট আলতা থাকুক
পরন্ত বিকেল নামুক গোধূলির আকাশে
শরতের নীল আকাশে মেঘ ছুঁয়েছে
আমার মন ছুঁয়েছ তুমি।
তোমায় মনে পড়ে দিবসো রজনী
নিঃশ্বাসে প্রশ্বাসে হৃদয়ের স্পন্দনে
ইচ্ছে হলে তুমি এসো ফিরে
এই কার্তিকের নবান্নের শিশির ভেজা
কুয়াশার আড়ালে স্বপ্নের করিডোরে।
সকালের মিষ্টি রোদে গরম চায়ের কাপে
অথবা জোছনা রাতে একাকীত্বের ভুবনে
এমনকি রোদ্দুর ঘাম ঝরানো দুপুরে
ভীষণ ভাবে মনে পড়ে খুউব অন্য রকম।