1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আরফান গ্রেপ্তার অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ আটক ১ ভূমিকম্পে নরসিংদীতে নিহত ২: তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, আহত শতাধিক আশুলিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত মাদারীপুরের রাজৈর এ বিশ্ব মানবাধিকার সংস্থা এর নব গঠিত জেলা কমিটির পরিচিতিও আলোচনা সভা অনুষ্ঠিত এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি’ এ স্লোগা‌নে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশ‌নের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

ধামরাইয়ে পোড়া ভোজ্যতেল সড়কে, মোটরসাইকেল পিছলে পড়ার হিড়িক

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ময়মনসিংহ থেকে ট্রাকে করে পোড়া ভোজ্য তেল নিয়ে যাওয়ার পথে একটি ড্রাম ফেটে সড়কের প্রায় ৩০০-৪০০ মিটার ভিজে যায়। আর এতে পিচ্ছিল হয়ে পড়া সড়কে চাকা পিছলে অন্তত ২০-২৫টির মতো মোটরসাইকেল পড়ে যায়। এতে অন্তত ১০-১৫ জন মোটরসাইকেল আরোহী আহত হন।

সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঢুলিভিটা-কালিয়াকৈর সড়কের ধামরাই সদর ইউনিয়নের ডেমরান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সড়কে পিছলে পড়েন অনেকেই। এ সময় তারা সড়কটিতে তেল পড়ে থাকতে দেখেন অনেকেই। প্রায় ২০-৩০ মিনিটের মধ্যেই ২০-২৫টি মোটরসাইকেল সেখানে পিছলে পড়তে দেখা যায়। এ সময় অনেকেই কাটাছেঁড়াসহ বিভিন্নভাবে আহত হন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের প্রায় কয়েকশ মিটার জুড়ে তেল ছড়িয়ে রয়েছে। এ সময় স্থানীয় কয়েকজনকে পাশের একটি মসজিদ থেকে সড়কে পানি ছেটাতে দেখা যায়।

ট্রাকটির চালক আসিফ জানান, বায়োটেক এনার্জি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান ময়মনসিংহের বিভিন্ন এলাকায় রেস্তোরাঁসহ খাবারের দোকান থেকে পোড়া ভোজ্যতেল সংগ্রহ করে ৫০ কেজি করে ২০টি ড্রামে ভর্তি করে সাভারের গেন্ডা এলাকায় কারখানায় নিয়ে যাচ্ছিল। এ সময় ট্রাকের ভেতরের ৫০ কেজি ওজনের একটি ড্রাম ফেটে যায় ও ভেতরের সব তেল সড়কের ৩০০-৪০০ মিটার সড়কে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকটি আটকে রাখে।

ধামরাইয়ের আমতলা থেকে মোটরসাইকেলে করে ঢুলিভিটার দিকে যাচ্ছিলেন মো. সাদ্দাম হোসেনসহ আরও দুইজন। ডেমরান মসজিদের সামনে মোটরসাইকেলটি পিছলে পড়ে। এতে সাদ্দামসহ আরও একজনের হাত-পায়েসহ বিভিন্ন জায়গায় কেটে ছিড়ে যায়। তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে পিছলে মোটরসাইকেল নিয়ে পড়ে যাই।

ঢুলিভিটা থেকে আশুলিয়া গণকপাড়ার দিকে যাচ্ছিলেন সুমন আহমেদ ও আরিফুল ইসলাম নামে স্থানীয় দুইজন। তারাও মোটরসাইকেলসহ সেখানে পিছলে পড়েন। সুমন আহমেদ বলেন, স্বাভাবিকভাবে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ দেখি সড়ক পিচ্ছিল লাগছে। এরপরই কয়েক সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলসহ সেখানে পড়ে যাই। পেছনেই দ্রুতগতির ট্রাক ছিল। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই।

বায়োটেক এনার্জি লিমিটেডের ম্যানেজার পরিচয় দেওয়া জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি মুঠোফোনে বলেন, তেল আনার সময় দুর্ঘটনাবশত তেল পড়ে যায়। আমরা ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে পারি। এর বাইরে কিছু করার নেই।

তবে এ বিষয়ে ফায়ার সার্ভিসকে কল দিলে এমন ঘটনা তাদের আওতায় পড়ে না বলে জানিয়ে ঘটনাস্থলে আসতে অস্বীকৃতি জানান ধামরাই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান শিবলি।

ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। বিষয়টি দেখা হচ্ছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD