
মুন্সীগঞ্জ : এসো স্বপ্ন গড়ি, স্বপ্ন পূরণ করি—এই মানবিক স্লোগানকে ধারণ করে স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের আয়োজনে মুন্সীগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বালুর মাঠ এলাকায় স্থানীয় জনগণের অংশগ্রহণে এ কার্যক্রম সম্পন্ন হয়।
ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।
স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রুবেল মাদবর বলেন, মানুষের জন্য কিছু করার স্বপ্ন থেকেই আমাদের এই উদ্যোগ। সমাজের প্রতিটি মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য।
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ মিন্টু শেখ, সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ দিপু, প্রচার সম্পাদক লাবুনি আক্তার সেতু, কার্যনির্বাহী সম্পাদক মাহি ইসলাম, সদস্য হাসানুর রহমান দিপু, সদস্য ইসাত মারিয়মসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
স্থানীয়রা জানান, এ ধরনের প্রয়োজনীয় ও মানবিক উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষ উপকৃত হবে। সংগঠনের নেতৃবৃন্দ ভবিষ্যতে আরও বড় পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন।