
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই ঢুলিভিটা এলাকায় সম্প্রতি একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার মামলায় আরফান মিয়াকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক ওসি মনিরুল ইসলাম।
এছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ঢাকার উত্তরা থানায় করা বৈষম্যবিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় তাকে আটক করা হয়। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে নাশকতা ও হত্যার অভিযোগে উত্তরা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার ৩৬৯ নং আসামী আরফান মিয়া।
জানা গেছে, এর আগেও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনি অজ্ঞাতনামা আসামি ছিলেন। আরফান মিয়ার একাধিক রাজনৈতিক দলে পদ থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতারা জানান, “আরফান প্রকৃত রাজনীতি করে না, সুবিধাবাদী চিন্তায় যার দিকেই সুবিধা পায়, সেদিকেই চলে যায়।”
তবে, আরফান আলীর স্বজনেরা জানায়, উত্তরা থানায় তার নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। আন্দোলনের সময় অভিযুক্ত এলাকায় তার অবস্থান ছিলো না। সে একজন ব্যবসায়ী তার সাথে শত্রুতা করে একটি পক্ষ তাকে মিথ্যে মামলার অন্তর্ভুক্ত করেছে।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে আরফান মিয়াকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।