
স্টাফ রিপোর্টার, নরসিংদী : ফের নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়। বৃহস্পতিবার বিকেল ৪.১৫ মিনিটে ৩ দশমিক ৬ মাএার এ ভূকম্পন অনুভূত হয়। আজও ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদীর ঘোড়াশাল। দেশের মাধ্যমিক স্কুলগুলোতে নির্বাচনী ও বাষিক পরীক্ষা চলছে। ভূমিকম্পের সময় বেশীর ভাগ শিক্ষার্থী স্কুলে পরীক্ষার অংশগ্রহণ করেছিল । সন্তানের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্ধেগ দেখা দেয়।

অনেক অভিভাবক ছুটে আসেন স্কুলে। সম্প্রতি সময়ে ভূমিকম্পের অনুভূতি বেড়ে যাওয়ায় অভিভাবকদের সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে।
এক সপ্তাহে নরসিংদী সহ সারাদেশে চার বার ভূমিকম্প অনুভূত হল। ৪ টি ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদী। শনিবার রাত ৬ টা ৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তি স্হল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে পলাশ ঘোড়াশাল । ভৃ- পৃষ্ঠ থেকে গভীরতা ১০ কিলোমিটার গভীরতা ছিল। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৭। মুহূর্তেই মানুষ দৌড়ে রাস্তায় বের হয়ে আসে।
২২ নভেম্বর শনিবার ১০ টা ৩৬ মিনিটে ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাএা ছিল ৩ দশমিক ৩ । উৎপত্তির স্হল নরসিংদীর পলাশ।
নরসিংদী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে।
ভূমিকম্পে মানুষের মনে ভয় রেখে গেছে। অনেক পরিবার কয়েক রাত আতন্কে ঘুমাতে পারেননি । এক সপ্তাহ ধরে লোকমুখে ভূমিকম্প নিয়ে বিভিন্ন আলোচনা চলেছে। নরসিংদী বড় একটি ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প নিয়ে মানুষের মধ্যে ভয় আর আতঙ্ক বিরাজ করেছে।
পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন জানান, তিনি পরীক্ষার খাতায় স্বাক্ষর করতে গিয়ে কয়েকবার কেঁপে ওঠে। পরে তিন বুঝতে পরে ভূমিকম্প হয়েছে। এ সময় ৮ম ও ষষ্ঠ শ্রেনির বার্ষিক পরীক্ষা চলেছে। শিক্ষার্থীরা কাঁপা কন্ঠে বলে স্যার ভয় করছে। আনোয়ার হোসেন শিক্ষার্থীদের সাহস দেয়। শিক্ষক রায়হান উদ্দিন পরীক্ষার খাতা জমা নিতে অফিস কক্ষে বসে ছিলেন। হঠাৎ তার চেয়ারে কেঁপে ওঠে, কয়েকটি ঝাকুনি দেয় । পরে তিনি অফিস কক্ষের থেকে স্কুল মাঠে এসে পড়েন।
পলাশ থানা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সবিতা রানী সূএধর জানান, স্কুল শেষে তিনি পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছেন। তার বাসা চার তলায় থাকায় নিরাপত্তার জন্য বাড়ি যাচ্ছেন।
নরসিংদীবাসী এক সপ্তাহ ধরে আতন্কে দিন পার করছেন। কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও লোক মুখে বিভিন্ন ধরনের গুজবের কথা শোনা যাচ্ছে। অনেকেই পরিবার বাসা ছেড়ে গ্রামের বাড়ি চলে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে পলাশ, ঘোড়াশাল, পাঁচদোনাসহ নরসিংদীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ নেই। এ রির্পোট লেখা ( ৭টা ৪০ মিনিট ) বিদ্যুৎ নেই। ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতন করা প্রয়োজন। আতন্ক আর ভয়ে অনেক মানুষ রাতে খোলা আকাশের নীচে রাএি কাটাচ্ছেন।