
শনিবার রাতের আকাশে
তারারা যখন নীরব,
ঠিক ১১টা ৩৫ মিনিটে
পৃথিবীতে এলে তুমি—
খুশবু জান্নাত ইনায়া,
মিষ্টি আলোয় ভরা এক নতুন শুভ।

৬ই সেপ্টেম্বর ২০২৫ এ-র সেই রাতটি
ছিলো যেন আশীর্বাদের ঘেরা,
তোমার আগমনে বদলে গেল
এক পুরো ঘরের সারা।
বাবা সাংবাদিক খোকন হাওলাদার,
গর্বে ভরে উঠল তাঁর বুক—
খবরের লাইনে নয়,
আজ তাঁর নিজের জীবনে লিখলো
সবচেয়ে সুন্দর সংবাদরূপ।
মা সুরজিনা আক্তার
ছুঁয়ে দেখলেন তোমার কোমল হাত,
মায়ের বুকের ভেতর জন্ম নিলো
হাজার স্বপ্নের নরম রাত।
ইনায়া, তোমার চোখ দু’টি
ভোরের শিশিরে ধোয়া কবিতা,
তোমার হাসি যেন
চাঁদের কণায় গড়া সুরম্য সুরের নীলনকশা।
তুমি আলোয় ভরাবে পৃথিবী—
ভালোবাসা, দোয়া আর আশীর্বাদে বাঁধা,
তোমার প্রতিটি দিন হোক
ফুলের ঘ্রাণে ভরা, তারার আলোয় মাথা।
খুশবু জান্নাত ইনায়া,
তোমার নামের মতোই তুমি হও—
নরম সুবাস, জান্নাতি আলো,
মমতার ছায়া,
মায়ের স্বপ্ন, বাবার গর্ব—
ভালোবাসার চির-জ্যোতিষ্মান মেয়ে। 🌸✨