
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য কে বুকে ধারণ করে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং গৌরনদী উপজেলা প্রশাসনের সহযোগিতায় মানববন্ধন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ গৌরনদী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ