
মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল ও সেতারা গ্রুপের শ্রমিক মোঃ ইয়াসিন মিয়া সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। তাঁর অকাল মৃত্যুতে ইয়ারপুর এলাকার রাজনৈতিক ও সামাজিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আগামী শুক্রবার (১২ ডিসেম্বর) আশুলিয়ার সরকার মার্কেটে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন সরকার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হালিম মন্ডল, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন, আশুলিয়া থানা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসাঃ জোসনা ইসলা, মইয়ারপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কালাম মাদবর, আশুলিয়া থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ ভুইঁয়া, ইয়ারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশারফ মোল্লা, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ বাবুল সরকার, আশুলিয়া থানার সাবেক সহ-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মোল্লাসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় নেতাকর্মীরা মরহুম ইয়াসিন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।