
নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে ঢাকা জেলার ডিআইজি রেজাউল মল্লিক জানান, বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আগত সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় চার হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
তিনি বলেন, “বিজয় দিবসে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, চেকপোস্ট স্থাপন ও তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।”
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, পুলিশের পাশাপাশি র্যাব, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দর্শনার্থীদের নির্ধারিত নিয়ম মেনে চলার পাশাপাশি কোনো সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মহান বিজয় দিবস শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।