
নিজস্ব প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভার নবীনগর জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের নেতাকর্মীবৃন্দ।

বিজয় দিবসের প্রথম প্রহরে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করা হলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হোসেনের নেতৃত্বে আশুলিয়ার গাজিরচট সোনিয়া মার্কেট এলাকা হতে একটি মিছিল নিয়ে সাভারের নবীনগর জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি শেষে জাতীয়তাবাদী বিপ্লবী দলের কেন্দ্রীয় সহ-সভাপতি লোকমান হোসেন বলেন, একাত্তরের মহান মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন তারা বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্নত্যাগে অর্জিত এই বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা।