
মোঃ আল-আমীন ভূইয়া, ক্রাইম রিপোর্টার : সাভারের আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়নের কাঠগড়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে মরহুম দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯শে ডিসেম্বর) বিকেলে আয়োজিত এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে কাঠগড়া একাদশ ও ইয়ারপুর একাদশ। খেলাটি দেখতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। শুরু থেকে শেষ পর্যন্ত খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, সাবেক সংসদ সদস্য, ঢাকা-১৯ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোঃ মঈনউদ্দিন বিপ্লব, সাবেক সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ হানিফ পালোয়ান, আশুলিয়া থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সরকার মোঃ কিসমত, সাবেক ইয়ারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আপেল মাহমুদ ভূইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “খেলাধুলা যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। মরহুম দেওয়ান ইদ্রিসের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে।”
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন। আয়োজকরা জানান, মরহুম দেওয়ান ইদ্রিসের স্মৃতিকে ধরে রাখতে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখা হবে।