
গৌরনদী (বরিশাল) : গৌরনদীতে শহিদ হাদীর জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।

শুক্রবার জুমার নামাজ বাদ গৌরনদী উপজেলার ২ নং ওয়ার্ডে ঘ্লুলিরপার এতিমখানা জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে হাদীকে জেন আল্লাহ জান্নাতবাসী করেন এবং পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়। অনুষ্ঠানে উপস্থিতরা হাদীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার পাশে থাকার আশ্বাস দেন।
আয়োজকরা জানান, মানবিক দৃষ্টিকোণ থেকে এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন