
চট্টগ্রাম প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পুত্র তরুণ সমাজসেবক ও রাজনৈতিক কর্মী সাহওয়াজ জামাল নিজাম সনি।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, দলীয় সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত।
বর্তমানে আসনটিতে মোট ১৬ টি ইউনিয়নের মধ্যে আনোয়ারায় ১১টি এবং কর্ণফুলীতে ৫টি ইউনিয়ন রয়েছে। আনোয়ারায় ভোটার ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলীতে ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।