1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

ঘন কুয়াশায় দৌল‌তদিয়া-পাটু‌রিয়ায় ফে‌রি চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে
“সন্ধ‌্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে; রাত সা‌ড়ে ১০টার সময় নদী পথ অস্পষ্ট হ‌য়ে যায়”

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌল‌তদিয়া ও মা‌নিকগ‌ঞ্জে‌র পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে।

দুর্ঘটনা এড়াতে বুধবার রাত সা‌ড়ে ১০টা থে‌কে ফে‌রি বন্ধ রাখার কথা বলেছে বিআইড‌ব্লিউ‌টি‌সি কর্তৃপক্ষ।

বিআইডব্লিটিসির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, রাত ১০টা থেকে কুয়াশার তীব্রতায় নদীর মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

কুয়াশা কমে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার কথা বলেন তিনি।

বিআইড‌ব্লিউ‌টি‌সির দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, “সন্ধ‌্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। রাত সা‌ড়ে ১০টার সময় নদী পথ অস্পষ্ট হ‌য়ে যায়। দুর্ঘটনা এড়াতে এই নৌরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়।”

ফে‌রি বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়েছে। ‘মতিউর রহমান’ ও ‘ঢাকা’ নামের দুটি ফেরি মাঝনদীতে আটকে থাকার খবর পাওয়া গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD