
নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গায় : নাটোরের নলডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে পৌর আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি সাইদুল ইসলাম।

সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে নলডাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে নলডাঙ্গা থানা পুলিশ। সাইদুল ইসলাম ওই এলাকার বাসিন্দা ও আবেশ আলী সরদারের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সাইদুল ইসলাম নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
এদিকে এই গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের আওতায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।