1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মীরসরাইয়ে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস চিকিৎসা সেবা পেল এক হাজার মানুষ ধামরাইয়ে র‍্যাব কর্মকর্তার উদ্যোগে কম্বল বিতরণ কাজী নজরুল ইসলাম ছিলেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা: ঢাবি উপাচার্য কয়রায় বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রাজনীতিতে ‘অনিচ্ছাকৃত’ পদ: সংবাদ সম্মেলনে দায়িত্ব ছাড়লেন কয়রা শ্রমিক লীগ নেতা কেন্দুয়া খাস জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ কুড়িগ্রামে প্রতিবন্ধি ও দুস্থ অসহায় পরিবারের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া গৌরনদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জহুরুল ইসলাম জহিরকে ফুলের শুভেচ্ছা সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে সিটি ইউনিভার্সিটির ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

ধামরাইয়ে হঠাৎ উধাও এলপিজি বেশি দামেও মিলছে না সিলিন্ডার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বাজারে তীব্র সরবরাহ সংকট দেখা দিয়েছে। হঠাৎ এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ উপজেলা সাধারণ মানুষ।

বিশেষ করে বাসাবাড়িতে রান্নার কাজে বহুল ব্যবহৃত ১২ কেজির সিলিন্ডারের সরবরাহ সংকট এখন চরমে। গত দুই সপ্তাহ ধরে বাড়তি টাকা দিয়েও সিলিন্ডার ক্রয় করতে পারছেন না এখানকার  ভোক্তারা, নানা দোকান ঘুরে ফেরত যাচ্ছেন হোটেল মালিক, চায়ের দোকানিসহ বাসা বাড়ির মালিকগন।

খুচরা বাজারে এই সিলিন্ডারের দাম সরকার নির্ধারিত ১ হাজার ২৫৩ টাকা থেকে বেড়ে ১৮শত থেকে ২ হাজার টাকায় পৌঁছেছে, তারপর ও  ঘুরে ঘুরে কোন দোকানে এবংকি ডিলার পয়েন্টেও পাওয়া যাচ্ছে না। এছাড়া লাইনের গ্যাস এর বাসাগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

ধামরাইয়ের খুচরা ব্যবসায়ীরা বলছেন, ডিলারদের কাছ থেকেই সরবরাহ পাচ্ছি না ঠিক মত, তাই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রয়োজনের তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়িয়ে দিয়েছে। পৌরসভার লাকুরিয়া পাড়া এলাকার বাসিন্দা আবু তালেব বলেন, আমি স্নোটেক্স গার্মেন্টসে চাকরি করি এ এলাকায় ভাড়া থাকি, বাড়ির মালিকের লাইনের গ্যাস না থাকায় সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কিন্তু গত তিনদিন ধরে আশেপাশে দোকানগুলোতে ঘুরে আসলাম কোথাও গ্যাসের বোতল নেই। রান্না করা কষ্ট হয়ে গেছে।

এ এলাকার সকল ভাড়াটিয়ারাই খুবই সমস্যার ভিতরে আছে হোটেল থেকে কয়দিন খাওয়া যায়।ধামরাই এর ঐতিহ্যবাহী হাডিঞ্জ স্কুলের সামনে চায়ের দোকানদার আজহার আলী বলেন, আমি দীর্ঘদিন ধরে চায়ের দোকান করে সংসার চালাই। সিলিন্ডার গ্যাসের মাধ্যমে চায়ের পানি গরম করি, শুনলাম ১৮০০ টাকা হলে পাওয়া যাবে কিন্তু ২০০০ টাকা নিয়েও ঘুরে আসলাম কোথাও সিলিন্ডার গ্যাসের বোতল পেলাম না।ধামরাই বাজারের হোটেল ব্যবসায়ী জুলমত আলী বলেন, এমনিতেই শীতে কাস্টমার কম থাকে।

তারমধ্যে এখন গ্যাসের সমস্যা, কর্মচারীদের বেতন দেয়া কষ্ট হয়ে যাচ্ছে। পৌরসভার সাবেক মেয়র দেওয়ান নাজিমুদ্দিন মঞ্জু বলেন, আমরা এরকম গ্যাস সংকটে কখনোই পড়িনি। হঠাৎ এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে এ এলাকার ভোক্তারা। বেশি দাম দিয়েও বোতলগ্যাস পাওয়া যাচ্ছে না।

লাইনের গ্যাস তো বাসায় নাইই। কয়েক দিন আগের ১,২৫৩ টাকার এলপিজি গত এক সাপ্তাহ ধরে  বিক্রি হচ্ছে ১,৮০০ থেকে ২,২০০ টাকায়। ধামরাই পৌরসভার ইসলামপুরের সকল কোম্পানির সিলিন্ডার বোতলের ডিলার হারুনার রশিদ বলেন,শীতের সময়ে বিশ্ববাজারে এলপিজির চাহিদা বেড়ে যায় এবং দামও কিছুটা বাড়ে। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এলপিজি আমদানির জাহাজ সংকট। এই শীতে লাইনের গ্যাসের ব্যাপক সংকট হয় সিলিন্ডার বোতলের চাহিদা বেড়ে যায়। রাজধানীর সহ সারা বাংলাদেশে একই অবস্থা।

বিইআরসি এলপিজির দাম নির্ধারণ করে দিলেও মাঠপর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে কি না—সেটা তদারকি না করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD