
চট্টগ্রাম প্রতিনিধি : আনোয়ারায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতশনিবার (১৭ জানুয়ারি) এশার নামাজের পরে উপজেলার চাতরী ইউনিয়নে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য খোরশেদুল আলম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম ১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার জামাল নিজাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুন জামান, যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা জাকারিয়া চৌধুরী জকু, মনজুর উদ্দিন চৌধুরী ,মোহাম্মদ শাহাজাহান, হাছান চেয়ারম্যান, সাইফুল আলম, ভিপি মোজাম্মেল, এডভোকেট লোকমান শাহ, কাসেম মেম্বার, শহীদুল ইসলাম, যুবদলের হারেস আহমেদ ,ফারুক হোসেন,সরওয়ার, ছাত্রদল নেতা এড.অহিদুল ইসলাম, জুয়েল, শেখ আব্দুল্লাহ প্রমূখ।
চট্রগ্রাম ১৩ আনোয়ারা ও কর্ণফুলী আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার জামাল নিজাম বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
সভাপতির বক্তব্যে নগর বিএনপির সদস্য খোরশেদুল আলম বলেন , আগামীক ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে নিজাম সাহেবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সকলেকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।