
শেখ মো.ইব্রাহীম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত সোমবার বিকাল ৫টার দিকে অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী মহাবিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপি জোটের প্রার্থী ও জমিয়তে ওলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএপির সদস্য মোঃ আক্তার হোসেন, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য আলহাজ্ব আহসান উদ্দিন খান শিপন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সস্পাদক আনোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলীসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।