
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামে আলোচিত হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, কুড়িগ্রাম জেলা শাখা। কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম সরকারি কলেজ ক্যাম্পাসজুড়ে একাধিক প্রতিবাদী ব্যানার ও পোস্টার ঝুলানো হয়।

সোমবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) কলেজের প্রধান ফটক, একাডেমিক ভবন সংলগ্ন এলাকা ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এসব ব্যানার নজরে আসে। ব্যানারগুলোতে বড় অক্ষরে লেখা ছিল— “হাদি হত্যার বিচার চাই”। এর মাধ্যমে নৃশংস এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
ইসলামী ছাত্রীসংস্থার নেতৃবৃন্দ জানান, হাদি হত্যার বিচার না করলে দেশের মানুষ কখনোই শান্তি পাবে না। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি সমাজে ভয়াবহ অনিশ্চয়তা তৈরি করে এবং অপরাধীদের আরও উৎসাহিত করে। এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে।
সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, দেশের বিভিন্ন সময় সংঘটিত আলোচিত হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত হলে সমাজে আইনের শাসনের প্রতি মানুষের আস্থা ফিরে আসে—যা বিভিন্ন জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিবেদনেও বারবার উঠে এসেছে। হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হতে পারে না বলে তারা মন্তব্য করেন।
ব্যানারগুলোতে বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়, যেন অবিলম্বে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, আলোচিত এই হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা গেলে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে।