
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সরওয়ার জামাল নিজামের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে মাঠে নেমেছেন তার সন্তান তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়ন সহ বিভিন্ন পাড়া মহল্লায় ধানের শীষের প্রচারণায় ও গণসংযোগ উঠন বৈঠক করেন।
এ সময় তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি বলেন,আনোয়ারা-কর্ণফুলীর উন্নয়ন করলেন সরওয়ার জামাল নিজাম, আর ১৭ বছরে দেশ-বিদেশে সম্পদের পাহাড় সাবেক এমপি গড়লেন বিদেশে হাজারো বাড়ি ।এই ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে।
মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গেছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।