
মো. শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের গৌরনদীতে ন্যায্য মূল্যে অস্থায়ী দোকান থেকে আপনার প্রয়োজনীয় জিনিষ ক্রয় করুন। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবারই রমজানকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা সাধারন ক্রেতা রোজাদারদের পকেট কেটে অতি মুনাফালাভে অর্থ হাতিয়ে নিতে মড়িয়া হয়ে থাকেন। পন্য ক্রয়-করতে রোজাদার ব্যক্তিরা হিমশিম খেয়ে যায় ।

সাধারন রোজাদারদের কথা মাথায় এনে গৌরনদী বাসস্ট্যান্ডের কিছু তরুন যুবক মিলে “ন্যায্য মূল্যের দোকান” দিয়েছে । ন্যায্য মূল্যের অস্থায়ী দোকান উদ্বোধন করেন, মেয়র-মো. হারিছুর রহমান ।
চলবে শেষ রমজান পর্যন্ত। বিষয়টি নজর কেড়েছে সকল শ্রেনী পেশার মানুষের মাঝে , যার যার প্রয়োজনীয় জিনিস ক্রয়ে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা।
সুন্দর আয়োজনের জন্য বন্ধুু মহলের (সবার প্রতি) তোমাদের প্রতি আল্লাহর রহমত অবশ্যই নাজিল হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ চলমান সংকট মোকাবিলায় জাতীয় ও স্থানীয় সকল পর্যায়ে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করুন। সাধ্যানুযায়ী অসহায়, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ান।