
হাবিবুর রহমান, নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে আনোয়ারা (৫৫) নামের এক হতদরিদ্র বয়স্ক মহিলাকে মারধর করায় শফিকুল ইসলাম (২৫) কে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ লিখিত দায়ের করেছেন ভুক্তভোগী নারীর ছেলে টুটন মিয়া বাদী হয়ে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ২৮ মার্চ আনুমানিক সন্ধ্যা ৭ সাতটার দিকে উপজেলা নায়েকপুর ইউনিয়নের বাঁশরী ভূইয়া পাড়া গ্রামে ভুক্তভোগী নারীর ঘরের সামনে কলা গাছ এবং বড়ই গাছের কাঁটা দিয়ে ওই ভুক্তভোগী বৃদ্ধা মহিলার ঘরের দরজা আটকিয়ে দেওয়ার চেষ্টা করে,পরে ভুক্তভোগী মহিলা প্রতিবাদ করায় তাকে মারধর করে শফিকুল সহ আরও কয়েকজন মিলে।
এ ঘটনাটি ঘটিয়েছে একই গ্রামের ছমির উদ্দিনের ছেলে শফিকসহ চার পাঁচ জন লোক মিলে। ওই বৃদ্ধা মহিলাকে মারধর করে পরে স্বজনের তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করে।
এ ঘটনায় ২৯ মার্চ রোজ শুক্রবার ভুক্তভোগী নারীর ছেলে টুটন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শফিকুল সহ কয়েকজনের নাম উল্লেখ করে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, থানায় অভিযোগ দিলে ব্যবস্থা গ্রহন করা হবে।