
তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী মো.রমিজ উদ্দিন লন্ডনী(ঘোড়া)প্রতিকের নির্বাচনী পথসভায় জনস্রোত নেমে পড়েছে।

পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে গত সোমবার সন্ধ্যায় মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের তালতুলী গ্রাম মসজিদ সংলগ্ন মাঠে মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনী (ঘোড়া) প্রতিকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।তাঁর নির্বাচনী পথসভাকে সফল করার লক্ষ্যে রাধানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে এসে উপস্থিত হোন ঘোড়া প্রতিকের সমর্থকরা।
মূহুর্তের মধ্যেই পথসভার মাঠ কানায় কানায় ভরে যায়।তাঁর ভালোবাসায় পথসভায় জনস্রোত নেমে আসে।তারা পথসভায় মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ-প্রার্থী রমিজ উদ্দিন লন্ডনীর সহধর্মিণীকে ফুলের তোরা ও মালা দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত জনগণের কাছে স্বামীর জন্য ঘোড়া প্রতিকে ভোট প্রার্থনা করেন তাঁর সহধর্মিণী কানিজ ফাতেমা লন্ডনী।তালতুলী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক রফিক উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন রাধানগর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান,সাবেক চেয়ারম্যান আবদুল বাতেন,রাধানগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইমাম, বিশিষ্ট সমাজ সেবক আবুল কাসেম ইটালি, নুর মোহাম্মদ, জালাল মেম্বার, জাকির হোসেন মেম্বার, রতন মিয়া, শাহ আলমসহ স্থানীয় আরও অনেক।