1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

দাখিল-২৪ ফলাফলে দেশসেরা হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে এনএসসিয়ান পরিবার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি : ঐতিহ্যবাহী ঝালকাঠি এনএস কামিল মাদরাসা বিগত বছরের ন্যায় এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। আজ বেলা ১১টায় প্রকাশিত দাখিল পরীক্ষা ২০২৪ ফলাফলে দেশের ২য় পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে সনামধন্য এই মাদ্রাসাটি।

মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবারের দাখিল পরীক্ষায় অত্র মাদ্রাসার ৪০০ জন ছাত্র অংশগ্রহণ করে।
তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৪৪ জন, অসুস্থতার কারণে তিনজন অকৃতকার্য হলেও বাকিরা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৯৯.২৫%। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির হারে ঝালকাঠি এন এস কামিল মাদরাসা এবছরেও মাদরাসা বোর্ডে শীর্ষ স্থান অধিকার করেছে বললেও ভুল হবেনা।

মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবর্তক যুগশ্রেষ্ঠ দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. ১৯৫৬ সালে মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। সময়ের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ হাজার ছাত্রের পদচারণায় মুখরিত এ মাদরাসাটি অনার্স – মাস্টার্সসহ দাখিল, আলিম ও ফাজিল, কামিল (হাদিস, তাফসির, ফিকহ ও আদব) ফলাফলে শীর্ষ স্থান অর্জনকারী দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিগণিত হয়েছে।

দাখিল ফলাফলে দেশসেরা হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে এনএসসিয়ান পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রতিষ্ঠানের এ সাফল্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী মুহম্মদ শহিদুল ইসলাম আল্লাহর শুকরিয়া আদায় করে সাফল্যের কারণ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সুন্নাতে নববির পরিপূর্ণ অনুসরণ ও আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথের পাবন্দ হওয়ার পাশাপাশি মুসলিম ঐক্যের প্রতীক আমীরুল মুছলিহীন হজরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী হুজুরের বলিষ্ঠ পৃষ্ঠপোষকতা দলীয় রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গণ, অভিভাবক সম্মেলনসহ শিক্ষা সহায়ক কার্যক্রমের সফল বাস্তবায়ন, আবাসিক ছাত্রদের জন্য সার্বক্ষণিক মনিটরিং ও টিউটর দ্বারা আবাসিক ক্লাস ও সময়োপযোগী ব্যবস্থা গ্রহণের কারণে কেন্দ্রীয় পরীক্ষাসমূহে এ প্রতিষ্ঠান বরাবরই গৌরবোজ্জ্বল ফলাফল লাভ করছে।

সর্বোপরি ভালো ফলাফল ও প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য শিক্ষক, অভিভাবকসহ সবার আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD