
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (রবিবার ১২ মে) বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে এদিন বিকেলে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্বাবধানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। মা দিসের গুরুত্ব বর্ণনা করে সভায় অতিথি হিসাবে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, খাদ্য কর্মকর্তা ইশকে আব্দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক নাসরিন আকতার, উপজেলা জাপা আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য আখতারুজ্জামান, শিক্ষক মোছা: লিপি আকতার প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে নারী শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন এবং নারীদেরকে শিক্ষিত ও সচেতন মা হিসেবে ভূমিকা পালনের কথা বলেন। ইউএনও তার সমাপনী বক্তব্যে প্রত্যেক সন্তানকে বড় করে তোলার ক্ষেত্রে মায়েদের সর্বোচ্চ ভূমিকা পালনের কথা উল্লেখ করেন।
এজন্য তিনি প্রতিটি মায়ের সম্মান ও মর্যাদা রক্ষায় সকলকে আরো দায়িত্বশীল হবার আহবান জানান।এছাড়াও সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক, মা-অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী মোহাঃ গোলাম রব্বানী।