বাংলাদেশের অন্যতম পুরাতন নিউজ পোর্টাল-আজকেরপ্রতিদিন.কম (ajkerpratidin.com) এ চলছে লোক নিয়োগ।
শিক্ষানবিস রির্পোটার, স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার, সহ দেশের সকল উপজেলা, জেলা সদর, সিটি, বন্দর ও বিশ্ববিদ্যালয় সংবাদদাতাও নেয়া হবে। পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম- ajkerpratidin.com
পদের নাম: স্টাফ রিপোর্টার, উপজেলা, জেলা সদর, বন্দর, সিটি ও বিশ্ববিদ্যালয় সংবাদদাতা (অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন)।
আবেদন যোগ্যতা:
* প্রতিটি ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি।
* অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন।
* অবশ্যই স্মার্ট ফোন থাকতে হবে।
* মোবাইল জার্নালিজমে (মোজো) পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে।
* সকল ধরণের যোগাযোগে দক্ষ হতে হবে।
আবেদন যেভাবে:
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন, ajkerpratidin@gmail.com এই মেইলে।
যোগাযোগ: ০১৫৭১-১০০৬৮১
আবেদনের শেষ তারিখ: ৩১শে জুলাই ২০২৪