চলমান উত্তপ্ত আবহাওয়া বিবেচনায় স্মার্ট উদ্যােক্তা ফোরাম SEF সারা দেশে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে।
শনিবার (১৩ই জুলাই) SEF খুলনা জেলা কমিটির উদ্যােগে খুলনা সোহরাওয়ার্দী কলেজে এই বৃক্ষ রোপণ ও বিতরণ দিয়ে এস ই এফ এর বৃক্ষ রোপণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হলো।
এতে উপস্থিত ছিলেন খুলনার প্যানেল মেয়র ২৫ নং ওয়ার্ডের কমিশনার জনাব আলী আকবর টিপু।
খুলনা পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী মাগুরা সহ দেশের বিভিন্ন প্রান্তে বৃক্ষ রোপণ ও বিতরণ হবে বনজ ও ফলজ বৃক্ষ।
গাছ লাগান পরিবেশ বাঁচান ‘ আসনু করি বৃক্ষ রোপণ, হবে নির্মল জীবন-যাপন’ স্লোগানকে সামনে রেখে SEF এর প্রধান নির্বাহী মুহাম্মদ নজরুল ইসলাম নয়ন বৃক্ষ রোপণ ও বিতরণ এই কর্মসূচি ঘোষণা দেন।
এতে সহযোগী হিসেবে থাকবে আয়েশা নুরুল আলম ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও এস ই এফ এর উপদেষ্টা শেখ মনসুর সাহেব SEF এর প্রধান সমন্বয়ক মিজানুর রহমান ডিরেক্টর মৌমিতা কুন্ডু ডিরেক্টর আলহাজ্ব রিয়াদ আহমেদ এবং SEF এর কো-অর্ডিনেটর মডারেটর জেলা প্রতিনিধি টিম লিডার সহ অন্যান সদস্য বৃন্দ।
কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত ছিলেন খুলনা জেলার কো-অর্ডিনেটর খাদিজা খাতুন, রিনা ইসলাম, মুক্তি,সোনিয়া আক্তার, মাহামুদা বেগম, রোকেয়া রহমান, জেসমিন নাহার, শান্তা রহমান, সংযুক্ত রায়,সুমন,মাহফুজ,নাজমুন নাহার,কল্পনা মনি,লাকি আক্তার সহ আরো অনেকেই।