সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে মাদক বিরোধী নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী মাঠে লাকুরিয়া পাড়া যুব সমাজের উদ্যোগে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ হিমেলের সভাপতিত্বে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
খেলা শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হাসান অভি বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। ইতিমধ্যেই আমাদের দলের নেতৃবৃন্দরা ধামরাইয়ের যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে বিভিন্ন ধরণের কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি আরোও বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এমন খেলাধূলার প্রোগ্রাম প্রতিটা ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া মহল্লায় সামনের দিনগুলোতে হবে। আমি যুব সমাজের এমন উদ্যোগের পাশে ছিলাম, আছি এবং থাকবো।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন লাকুরিয়া পাড়া তরুন সংঘ ও ধামরাই ডিফেন্ডারস। ধামরাই ডিফেন্ডারস ৫২ রানে জয়লাভ করে।
ফাইনাল খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন প্রমুখ।