
বরিশাল প্রতিনিধি : বরিশাল নগরীতে সমকামী এক নারীর খপ্পরে পড়ে ভুক্তভোগী দিশেহারা। ভুক্তভোগী জান্নাতের অভিযোগ, তিনি রুপা নামের এক বিবাহিতা মেয়ের সাথে পরিচিত হন শরীরচর্চা কেন্দ্রে।সেখানে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করার কয়েকদিন পরই অভিযুক্তর আচরণে আসে পরিবর্তন। এরপর থেকে বিভিন্ন সময়ে জান্নাতকে সমকামীতায় উৎসাহী করেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য জোর করেন তিনি।এরপর বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন ভুক্তভোগী ;দাবী তার।তিনি ২৩ অক্টোবর বরিশাল জেলা লিগ্যাল এইডে অভিযোগ করে প্রতিকার চান।

এডিআর মামলা ৬২৪/২৪ এ ভুক্তভোগীর অভিযোগ বিবরণ অনুযায়ী,জানা যায়, ভুক্তভোগী নারী অভিযুক্তের যৌন হয়রানির শিকার। অভিযুক্ত রুপা তাকে সমকামিতায় জোরপূর্বক লিপ্ত করতে কৌশল অবলম্বন করছে এবং জোর করছে।এতে রাজি না হলে ভুক্তভোগীকে ১ লাখ টাকা দিতে হবে বলে দাবী অভিযুক্তর।অন্যথায় অশ্লীল ছবি তৈরি করে নেট এ ছাড়ার হুমকি দেয়া হয়।’
এ বিষয় অভিযোগকারী ও ভুক্তভোগী জান্নাত বলেন ‘ ওই নারী বিভিন্ন সময়ে আমার বিনা অনুমতিতে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং প্রতিবাদ করলে আমাকে মারতে ও শারীরিক ক্ষতি করতে উদ্যত্ত হন।এছাড়াও তার সাথে আমার পুর্ব পরিচয় থাকায় বিভিন্ন সময়ে তোলা ছবি দেখিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আমার মান ইজ্জত নষ্ট করছেন।কযেকদিন ধরে এমন কর্মকান্ডের বিষয় আমি প্রতিবাদ করায় তিনি আমাকে খুন,জখম করে ফেলবেন বলে হুমকি দিচ্ছে।তিনি এও হুমকি দিচ্ছেন যে,তিনি যেহেতু একজন সমকামী, সেহেতু তার সাথে আমি সমকামীতায় তার কথা মত লিপ্ত না হলে তাকে নগদ ১ লাখ টাকা দিতে হবে।অন্যথায় তিনি আমাদের সময়ে সময়ে তোলা সকল ছবি এডিট করে অশ্লীল ভাবে উপস্থাপন করবেন যেন আমি আত্মহত্যা করতে বাধ্য হই।এরপর ইজ্জতের ভয়ে লিগ্যাল এইডে অভিযোগ করি’ ।
এ বিষয়ে জানতে অভিযুক্তকে বারবার ফোন দিলে এবং মেসেজ দিলেও তিনি কোন মন্তব্য করেননি।
মুঠোফোনে প্রমির মা দাবী করে একজন বলেন ‘ অভিযোগকারী তাদের কাছ থেকে টাকা আদায় করতে এমন অভিযোগ করেছেন।এগুলো মিথ্যা সব’ এই বক্তব্যের প্রেক্ষিতে কোন প্রমাণ দিতে না পারলেও ভুক্তভোগীকে মানহানি মামলা দেবেন এবং দেখে নেওয়ার হুমকি দেন তিনি ‘।
এ রিপোর্ট করা পর্যন্ত জেলা লিগ্যাল এইডের পক্ষ থেকে লিখিত নোটিশ করা হয়েছে বিবাদীকে।