
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি, মোঃ শফিকুল ইসলাম : তারা হলো উপজেলার পূর্ব গরঙ্গল এলাকার মৃত সোনামদ্দিন খানের ছেলে কালাম খান (৪৫), আনোয়ার বেপারীর ছেলে আকাশ বেপারী (২৫), নাজিরপুর শংকরপাশা গ্রামের সামসুল হক ফকিরের ছেলে উজ্জল ফকির (৩৫), কুতুবপুর গ্রামের মৃত ইউনুস খানের ছেলে ফয়সাল খান (২৭), ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার সেমন্তঘর এলাকার জহর হকের ছেলে রুবেল মিয়া (২৬), উজিরপুর উপজেলার কালিহাতা গ্রামের মৃত শরীফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৫), বরিশাল বিমানবন্দর থানার নথুল্লাবাদ এলাকার মৃত ছলেমান খা’র ছেলে টিপু খা ওরফে টুকু (৪০)।

গৌরনদী মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া জানান গোপন সংবাদের ভিত্তিতে। গৌরনদী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে রবিবার রাত ৩:১৫ মিনিটের সময়। ঢাকাতদের আটক করা হয়।