
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) দুপুরে রোগী কল্যাণ সমিতির শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন, নীলফামারী ডা.মো: হাসিবুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, আবাসিক মেডিকেল অফিসার ডা. এ,বি,এম, তানজিমুল হক (মিল্লাত) উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ বি,এম তানজিমুল হক মিল্লাত বলেন, হাসপতালে নতুন রুপে গরীব অসহায় রোগীর জন্য সম্ভবনাময় অবস্থার দাঁড় উন্মোচন হলো। এখন থেকে হাসপাতালের নির্ধারিত সুযোগ সুবিধার বাইরে ও সুবিধা ভোগ করতে পারবে। অনেক জটিল রোগী ঔষধপত্র ক্রয় করতে পারে না।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব বলেন, হাসপাতালে ভর্তি গরীব ও দুস্থ্য রোগীদের আবেদন এর ভিত্তিতে প্রয়োজনীয় সরকারি সাপ্লাইবিহীন ঔষুধ সরবরাহ এবং চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ দেওয়া হবে।