বরিশালের গৌরনদীতে গলায় ফাঁস লাগিয়ে রাব্বি বয়াতী (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার রাত ১০টার দিকে গৌরনদী পৌরসভার ৯নং ওয়ার্ডের কাসেমাবাদ গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ওই গ্রামের ইদ্রিস বয়াতীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবারের পর রাব্বি নিজ ঘরের একটি কক্ষে ঢুকে গলায় ফাঁস দেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা বলতে পারেননি স্বজনরা। জানা গেছে, গত বছর রাব্বির আরেক ভাই একইভাবে আত্মহত্যা করেছিলেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।