
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সফল ও সার্থক করার লক্ষ্যে বরিশাল জেলার নির্বাচনী এলাকা বরিশাল – ২ তথা (উজিরপুর ও বানোরিপাড়া) উপজেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের পক্ষ থেকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেট এর নেতৃত্বে ৬ ই নভেম্বর বেলা ১১ ঘটিকায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।

কর্মীসভা পরবর্তীতে উপজেলা শ্রমিক দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বরিশাল- ২ আসনের মনোনার প্রাপ্ত এস সরফুদ্দিন ছান্টু’র সাথে তার নিজ বাসভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিকদালের সিনিয়র সহ-সভাপতি এম মিজানুর রহমান মিঠু।সহ-সভাপতি মোঃ হারুন সরদার।
উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফোরকান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।
পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম।
পৌর মহিলা দলের সভানেত্রী মাকসুদা আক্তার শিল্পী, সদস্য সিমু আক্তার, সদস্য সুমাইয়া আক্তার সহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উজিরপুর উপজেলা শ্রমিক দলের আঞ্চলিক কার্যালয়ে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেট এর সভাপতিত্বে প্রথমে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে বরিশাল- ২ আসন (উজিরপুর – বানারীপাড়া) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত এস সরফুদ্দিন সেন্টু’র সাথে সৌজন্য সাক্ষাৎ ও গণ সংবর্ধনা প্রদান করার উদ্দেশ্য নিয়ে সকল পর্যায়ের নেতা কর্মীদের নিয়ে সরফুদ্দিন সান্টুর বাসভবনস্থ কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাৎ ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সফল ও সার্থক করতে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এ সময় উজিরপুর উপজেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।