
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদনে ‘‘দুর্নীতির বিরুদ্ধে “তারুন্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা’’ এই প্রতিপাদ্যে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে মদন উপজেলায় নানা আয়োজনে এ দিবসটি পালিত হয়। এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে মানববন্ধন করেন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ এজহারুল হক খান এর সভাপতিত্বে এবং ফতেপুর সৈয়দ আলী চৌধুরী এসএসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মিজ বেদবতী মিস্ত্রী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম আকন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মতিউর রহমান, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাত জামান।
উপজেলা বিএনপির সহ-সভাপতি কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের আজাদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন, ফতেপুর ইউপি) চেয়ারম্যান উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ সামিউল হায়দার ( শফি), উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর পুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা মঞ্জুরুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি জোবাইদা রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মুখলেছুর রহমান, মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সভাপতি দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ মাসুদ , সাংবাদিক রাজিব অন্যান্য প্রমুখ।