
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের নাগেশ্বরীতে শীতার্ত ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়েছে।

মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস এর অর্থায়নে এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির বাস্তবায়নে এবং মুসলিম এইড ইউকে ও মুসলিম এইড ইউএসএ আর আর্থিক সহযোগিতায় মঙ্গল ও বুধবার (২৩ ও ২৪ ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ও কালিগঞ্জ ইউনিয়ন, উলিপুর উপজেলার বজরা ও গুনাইগাছ ইউনিয়ন, লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ও মহিষখোচা ইউনিয়ন, হাতিবান্ধা উপজেলার সিন্দুর্ণা, ডাউয়াবাড়ী ইউনিয়নের ১ হাজার ৮২২টি শীতার্ত দরিদ্র পরিবারের বিশেষত বয়স্ক, অসুস্থ, প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব শীতকালীন বস্ত্র প্যাকেজ বিতরণ করা হয়।
প্যাকেজে প্রতি পরিবারকে একটি করে কম্বল, ৪টি সোয়েটার, ৪টি মানকি ক্যাপ, ৪ জোড়া মোজা এবং ৫টি করে পেট্রোলিয়াম জেলি প্রদান করা হয়।
নাগেশ্বরীর রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দিপ মন্ডলের সভাপতিত্বে বুধবার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, বিশেষ অতিথি মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির পরিচালক শ্যামল চন্দ্র সরকার, মুসলিম এইড ইউকের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রশেনজিৎ রায়, প্রোগ্রাম ম্যানেজার মোত্তাসিম বিল্লাহ, সিএনবি প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার ইলিয়াস হোসাইন প্রমুখ।