
নিজস্ব প্রতিবেদকঃ চারদিকে উৎসবমুখর পরিবেশ। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন। কেউ বানিয়েছেন নবাবি সেমাই, কেউ বানিয়েছেন হৃদয় হরন, কেউবা বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা।

সোমবার (২৭শে ফেব্রুয়ারি) বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫নং রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। কলেজ কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে।
পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।
এই পিঠা উৎসবে এই স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্টল নিয়ে পিঠা উৎসবে অংশগ্রহণ করেছেন। এখানে শিক্ষার্থীরা চিরনি, রেডক্রিসেন্ট পিঠা, দুধপুলি, বিরানি, নুডুলসসহ সিম্পুল নামের পিঠা তৈরি করেছে।
পিঠা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ নাসির ইকবাল।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সানাউল উল্লাহ, মোঃ আইয়ুব আলী, মোঃ শাহিন, মোছাঃ সাবিনা ইয়াসমিন, পাপিয়া, ইসরাত জাহান, সঞ্জয়, মোঃ আবু বক্কর প্রমুখ।