
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাই সরকারি কলেজ প্রশাসন ও ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বুধবার ধামরাই সরকারি কলেজ মাঠে এই সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট ধামরাই বিনির্মাণে-সন্ত্রাস ও মাদক মুক্ত ধামরাই গড়ার প্রত্যয়ে তৃতীয় বারের মতো বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদকে এই সংবর্ধনা দেওয়া হয়।
ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম শুভ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির মোল্লা।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ. ডঃ মোঃ সেলিম মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, বাইশাকান্দা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, কাউন্সিলর মোকসেদ হোসেন, কাউন্সিলর আমিনুল হাসান গার্নেল, কাউন্সিলর মোহাম্মদ আলী, যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, কলেজ শাখার ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা প্রমুখ।