
বরিশালের গৌরনদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ১০ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মোঃ রাসেল সরদার।

শনিবার সকাল ১১টায় গৌরনদী প্রেসক্লাবে অনুষ্ঠিত এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলনের গৌরনদী উপজেলা শাখার সভাপতি মাওলানা মরিয়াজুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাসেল সরদার বলেন, “সাংবাদিকরা যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে, তাহলে আমরা যে বাংলাদেশ গড়ার চেষ্টা করছি এবং যার জন্য হাজারো যুবক জীবন দিয়েছে, তা কোন কাজে আসবে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলে যারা আছি, যদি প্রত্যেকে নিজেদের আদর্শ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে জনগণের কোন উপকার হবে না।”
এ সময় তিনি গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যার সুষ্ঠু বিচারের দাবি জানান।