1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদী ভূমিকম্পে শিশু সহ পাঁচ জন নিহত, ঢাবি ভূতত্ত্ব বিভাগের তথ্য সংগ্রহ সোহাগ মুন্সীর হত্যার তদন্তের অনিয়মের অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উৎসবমুখর পরিবেশে চলছে আশুলিয়ার বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সাভারের জাতীয় স্মৃতিসৌধে ভুটানের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে সশস্ত্র বাহিনী দিবস পালিত চট্টগ্রাম-১৩ আসনে সরওয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় আরফান গ্রেপ্তার অর্ধ কোটি টাকার ইউএস ডলার এবং সৌদি রিয়ালসহ আটক ১ ভূমিকম্পে নরসিংদীতে নিহত ২: তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন, আহত শতাধিক আশুলিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

জুড়ীতে প্রাথমিক বিদ্যা: শিক্ষকদের দায়িত্বে অবহেলা-শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের দায়িত্বে অবহেলার খবর পাওয়া গেছে। যার ফলে, অত্রাঞ্চলের শিক্ষার্থীরা শিক্ষা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো হাজী খুরশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিপ্রা দাশ।

আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম। হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। দায়িত্ব প্রাপ্ত প্রধান শিক্ষক ফরমান আলী। জানা গেছে, জুড়ী উপজেলা ৬টি ইউনিয়নের মধ্যে মোট ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ওই সব প্রাথমিক বিদ্যালয় প্রতোকটিতে ১জন করে প্রধান শিক্ষক এবং একাধিক সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়ার পর সরকারের সংশ্লিষ্ট বিভাগ হতে তাদের আগমন এবং প্রস্থান বেধে দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের নিকট হতে সময় নির্ধারণ করলেও ওইসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীরত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অনেকেই কতৃপক্ষের নির্দেশ কে উপেক্ষা করে নিজেদের খুশিমতো বিদ্যালয়ে আসা যাওয়া করেন।

সম্প্রতি সরেজমিনে ওই সব প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে দেখা যায়, ৩টি বিদ্যালয় যথাক্রমে হাজী খুরশিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিপ্রা দাশ, সহকারী শিক্ষক সানজিদা আক্তার, সহকারী শিক্ষক রুমি ভট্রাচার্য্য। বিকাল ৩ টা ৫০ মিনিটে প্রস্থান করেন। এছাড়াও সহকারী শিক্ষক মো: আবুল কালাম ও বাবলী আচার্য্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম, সহকারী শিক্ষক বাবর আহমদ, সহকারী শিক্ষক মাছুমা আক্তার। বিকাল ৩ টা ৫০ মিনিটে প্রস্থান করেন।

হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলীকে বিকাল ২ টায় গিয়ে পাওয়া যায়নি। উল্লেখ্য, সাংবাদিকদের উপস্থিতির সংবাদ পেয়ে তিনি বিদ্যালয়ে ২ টা ১৪ মিনিটে আগমন করেন, সহকারী শিক্ষক নাঈমা আক্তার দুপুরে খাবারের জন্য বাড়িতে যান ২ টা ১৫ মিনিটে বিদ্যালয়ে আসেন। ওইসব এলাকায় গিয়ে শিক্ষার্থীদের অবিভাবকদের সাথে কথা হলে, ভুক্তভোগীরা বলেন, সরকার আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য প্রাথমিক বিদ্যালয় বানাইয়া দিয়েছেন। শিক্ষক ও দিয়েছেন। কিন্তু শিক্ষকরা সময়মতো আসে না। আমরা ওই শিক্ষকদের বিচার চাই। আমাদের দাবি সরকারের নিয়ম অনুযায়ী বিদ্যালয়টি খোলা হোক এবং বন্ধ হোক।

এ বিষয়ে জানতে চাইলে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী বলেন, হোম ভিজিটে বাহিরে ছিলাম। উল্লেখ্য, হোম ভিজিটের উপযুক্ত সময় হলো বিদ্যালয় শেষ হওয়ার পর, সাপ্তাহিক ছুটিরদিন, বা সরকারি ছুটির দিন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বেগম সাংবাদিকদের সংবাদ প্রকাশ না করার জন্য অনুরোধ করেন। সহকারী শিক্ষক সানজিদা আক্তার বলেন, আমরা প্রতিদিন বিকাল ৩ টা ৫০ মিনিটে প্রস্থান করি।

এ ব্যাপারে জানতে চাইলে, জুড়ী উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী বলেন আগমন ও প্রস্থানের বিষয়টি নিশ্চিত করনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল আলম বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD