গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নে হতদরিদ্র মানুষের জন্য সরকার নির্ধারিত স্বল্পমূল্যে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৩০ কেজি চালের টাকা নেওয়া হলেও প্রত্যেককে দেওয়া হচ্ছে ২৭ থেকে ২৯ কেজি পর্যন্ত চাল।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় সরেজমিনে দেখা যায়, প্রতিজনকে ৩০ কেজি চালের জন্য ১৫ টাকা কেজি দরে মোট ৪৫০ টাকা পরিশোধ করতে হচ্ছে। কিন্তু চাল পাওয়া যাচ্ছে কখনো ২৭ কেজি, কখনো ২৮ কেজি, আবার কখনো ২৯ কেজি। স্থানীয় হতদরিদ্ররা অভিযোগ করে বলেন, নিয়মিতভাবেই তাদের চাল কম দেওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ ভুক্তভোগীরা বলেন, আমাদের চাল কেড়ে নিচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে আমাদের পাশে কেউ দাঁড়াবে না
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মোঃ মনির সাংবাদিকদের বলেন, আমরা ৩০ কেজি চালের টাকা নিই, কিন্তু চাল দেই ২৯ কেজি। আসলে আমরা যে চাল নিয়ে আসি বস্তায় তাতে কম থাকে। তাৎক্ষণিক কয়েকটি বস্তা মিটারে উঠালে এক থেকে দেড় কেজির মতন চাল বস্তায় বেশি পাওয়া যায়।
ডিলার হিসেবে দায়িত্বে আছেন গৌরনদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম আবু বকর সিদ্দিক। তবে বিতরণের সময় তিনি উপস্থিত ছিলেন না। তাকে ফোন করা হলে এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।