গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা, পৌর ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গত ২৬-০৯-২০২৫ শুক্রবার বাদ আছর গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন,বরিশাল-১ আসন গৌরনদী-আগৈলঝাড়া থেকে সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা আলহাজ্ব কামরুল ইসলাম খান।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক আমীনুল ইসলাম খসরু, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য অধ্যপক মো. সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ, পৌর জামায়াতের আমীর আলহাজ্ব মাওলানা মো. হাফিজুর রহমান, জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য মাওলানা জাকির হোসেন, সহকারী সেক্রেটারী মোঃ রুহুল আমিন সবুজ, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু,উপজেলার সকল মসজিদের ইমাম ও ইসলাম পন্থি তাওহিদী জনতাও উপজেলা জামায়াতে সকল নেতৃবৃন্দ-সহ পিআর পদ্ধতিসহ ৫ দাবীতে বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করেন।