জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ ‘শিক্ষক শুধু পাঠদাতা নন, তিনি সমাজ গঠনের কারিগর। জাতি গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য।’—এই মহান বাণীকে সামনে রেখে খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস-২০২৫। এই বছরের প্রতিপাদ্যকে ধারণ করে রবিবার (৫ অক্টোবর, ২০২৫) সকালে কয়রা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
উপজেলা প্রশাসন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে প্রথমে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, যেখানে শিক্ষকের মর্যাদা ও অধিকার নিয়ে জোরদার আলোচনা হয়।
আলোচনা সভায় বক্তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, শিক্ষকের যথাযথ সম্মান নিশ্চিত না হলে কোনো জাতিরই প্রকৃত মুক্তি সম্ভব নয়। শিক্ষকেরাই সভ্যতার চালিকা শক্তি, যাদের হাত ধরে নতুন প্রজন্ম জ্ঞানের আলোয় আলোকিত হয়। তাঁরা সরকারের কাছে শিক্ষকদের প্রাপ্য ‘গুরু সম্মান’ এবং অর্থনৈতিক মর্যাদা দ্রুত নিশ্চিত করার দাবি জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষকদের ত্যাগ ও নিষ্ঠা জাতির জন্য অমূল্য সম্পদ। উপজেলা প্রশাসন শিক্ষাঙ্গনের সকল সমস্যা সমাধানে সবসময় শিক্ষকদের পাশে থাকবে।”
প্রধান শিক্ষক মোঃ আমির আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শেখ সাইফুল্লাহ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, কপোতাক্ষ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দীন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন এবং মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আনিসুজ্জামান প্রমুখ।
বক্তারা সম্মিলিতভাবে প্রত্যাশা করেন, এই দিবসের মাধ্যমে শিক্ষকের ভূমিকা সম্পর্কে সমাজের সর্বস্তরে নতুন করে সচেতনতা সৃষ্টি হবে এবং শিক্ষকেরা আরও অনুপ্রাণিত হয়ে জাতি গঠনে নিজেদের নিবেদন করবেন।