জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার উপকূলীয় উপজেলা কয়রার দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা চিহ্নিতকরণ, সমাধানের পথ ও সামগ্রিক উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটি’ এই সভার আয়োজন করে। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি কয়রার ভবিষ্যৎ উন্নয়নে ঐক্যের বার্তা নিয়ে এসেছে।
উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলন কমিটির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এই সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। বৈঠকে বক্তারা কয়রার প্রধান সমস্যাগুলো তুলে ধরেন। এর মধ্যে অন্যতম হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত লোনা পানির অনুপ্রবেশ, দুর্বল বেড়িবাঁধ, প্রয়োজনীয় অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব, এবং কৃষি ও মৎস্য খাতে আধুনিক প্রযুক্তির স্বল্পতা। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী কয়রার উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন। তিনি বলেন, “সরকারি দপ্তরগুলো উন্নয়নের জন্য বদ্ধপরিকর। তবে স্থানীয় সমস্যার সমাধানে জনপ্রতিনিধি, সমাজসেবক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।” তিনি চিহ্নিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
আলোচনায় অংশগ্রহণ করে উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার কৃষি খাতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন জাতের শস্য উদ্ভাবন এবং সেচ ব্যবস্থাপনার উন্নতির ওপর আলোকপাত করেন। উপজেলা প্রকৌশলী মোঃ আবুল ফজেল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরিতে সরকারের বৃহৎ পরিকল্পনার কথা জানান ।
বৈঠকে উপস্থিত বক্তারা কয়রার উন্নয়নের জন্য কয়েকটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেন। এর মধ্যে রয়েছে দুর্বল বেড়িবাঁধগুলো দ্রুত মজবুত ও উঁচু করে পুনর্নির্মাণ করা। লোনা পানির আগ্রাসন থেকে কৃষি জমি রক্ষায় মিঠা পানির জলাধার তৈরি করা। প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠান নিশ্চিত করা।
জলবায়ু উদ্বাস্তু মানুষের জন্য সুন্দরবন-নির্ভরতা কমিয়ে বিকল্প জীবিকার ব্যবস্থা করা। গোল টেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোঃ নওশের আলী এবং কপোতাক্ষ কলেজের সাবেক অধ্যাপক আ,ব,ম আঃ মালেক সহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা একমত হন যে, সমস্যাগুলো রাতারাতি দূর করা সম্ভব নয়। তবে সরকারি-বেসরকারি সকল সংস্থার মধ্যে সমন্বয় এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে কয়রার টেকসই উন্নয়ন সম্ভব। এই বৈঠককে কয়রার মানুষের প্রত্যাশা পূরণে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন আয়োজকরা।