উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ বিশাল শো-ডাউন করে নিজের প্রার্থীতা জানান দিলেন এক প্রবাসী বিএনপি নেতা। সোমবার তিনি গাজীপুর-৩ (শ্রীপুর) সংসদীয় আসনে বিশাল গাড়ীবহর নিয়ে প্রার্থীতা ঘোষণা এবং গণসংযোগ করেন।
প্রবাসী ওই বিএনপি নেতার নাম অ্যাডভোট গোলাম শাব্বির আলী (পারভেজ)। তিনি যুক্তরাজ্যের বৃহত্তর ঢাকা আইনজীবী ফোরামের সভাপতি। অবশ্য তার গ্রামের বাড়ি গাজীপুর-৩ আসনের ধলাদিয়া গ্রামে। ছাত্র জীবনে তিনি গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদরে আলম সরকারী বিশ^বিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন।
জানা গেছে, বেলা ১০টার দিকে কর্মী-সমর্থক সমেত গাড়িবহন নিয়ে নির্বাচনী এলাকার রাজেন্দ্রপুর বাজার থেকে প্রচারনা শুরু করেন। এসময় তিনি জনসমাগম এলাকায় জনসাধারণের মাঝে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং বক্তব্য রাখেন।
গাড়ি বহর নিয়ে নির্বাচনী এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণের এক পর্যায়ে মাওনা চৌরাস্তা এলাকায় তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। তিনি বলেন ‘আমি গাজীপুর ৩ আসন থেকে নিজেকে প্রার্থী ঘোষণা করছি। আমার বিশ্বাস দলের হাইকমান্ড আমাকে এই আসনে মনোনয়ন দিবেন। এই আসনের জনসাধারণ আমাকে ভালোবাসেন। আমার পূর্ববর্তী কর্মকাণ্ডের কারণে তারা অনেক সন্তুষ্ট। আমাকে যদি নমিনেশন দেওয়া হয় এবং নির্বাচিত হই তাহলে আমি এই আসনের সাধারণ জনগণের জন্য অনেক কাজ করতে পারবো।
তিনি আরো বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমি গণসংযোগে বের হয়েছি। দলের যে ৩১ দফা কর্মসূচি আছে সেটাকে জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া আজকের কর্মসূচির মূল লক্ষ্য। চাঁদাবাজি থেকে আমাদের নেতাকর্মীদের বিরত রাখা, মাদকমুক্ত সমাজ গঠন, জনসাধারণের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এসব হচ্ছে আমার অঙ্গীকার।
দিনভর তিনি নির্বাচনী এলাকার রাজাবাড়ী বাজার, শ্রীপুর বাজার, টেংরা, জৈনাবাজার, বরমী, কাওরাইদ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও প্রচারণা চালান। বিকেলে তিনি শ্রীপুর বাজারে একটি দোয়া মহফিলে অংশ নেন।