1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
বুয়েট শিক্ষক সমিতির সভাপতি আনিসুজ্জামান, সম্পাদক মহিদুস সামাদ গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত রাজধানীতে আলোচিত মা-মেয়ে হ’ত্যা: সেই গৃহকর্মী আয়শা ঝালকাঠীতে গ্রেপ্তার আগামী নির্বাচনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে হবে: ড. ইউনূস বরিশালে সাংবাদিক ফিরোজ মোস্তফার উপর হামলাকারী ‍পুলিশ সদস্য ক্লোজড গৌরনদীতে বেগম রোকেয়া দিবসে ৫ অদম্য নারীকে সম্মাননা গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত ন্যায় ও ইনসাফভিত্তক রাষ্ট্র গঠনে “দাঁড়িপাল্লা” প্রতিকে ভোট দেওয়ার আহবান- মাওলানা আবুল কালাম আজাদ গৌরনদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত গাজীপুর-১ আসনে মনোনয়ন পাওয়ায় মেয়র মজিবুর রহমানের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও র‍্যালী অনুষ্ঠিত

বক্সের মধ্যে পাওয়া গেল নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ, আটক ৩

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শার নাভারণ কাজীরবেড় গ্রাম থেকে আব্দুল্লাহ (২৬) নামে এক নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকামঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে কাজিরবেড় এলাকার একটি পরিত্যক্ত বাড়ির স্টিলের বক্সের মধ্য থেকে এই মরদেহটি উদ্ধার করে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১০ই অক্টোবর ঝিকরগাছার বাইশা গ্রামের পরিত্যক্ত ভবন থেকে মাসুদ রানা নামে আরেক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছিল পুলিশ। চারদিনের ব্যবধানে দুই টি লাশ উদ্ধারের ঘটনায় ভ্যান চালক দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহ শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ভ্যানচালক ছিলেন। গত ১০ই অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে জীবিকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরদিন (১১ই অক্টোবর) তার পিতা শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর- ৫০৫) করেন।

নিখোঁজের পর থেকে পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে তদন্ত শুরু করে। তল্লাশি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঝিকরগাছা এলাকা থেকে ভিকটিমের ভ্যানটি উদ্ধার করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে এলাকার চিহ্নিত সন্ত্রাসী আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেনকে আটক করা হয়।

আটককৃতদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে গতকাল মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ৬টার দিকে আশানুর রহমানের বাড়ির পাশে মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের পরিত্যক্ত একতলা বাড়ির স্টিলের বাক্সের মধ্য থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা ইউনুস আলী বলেন,গত ১০ অক্টোবর সকালে আমার ছেলে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। ভোরবেলা জানতে পারি, তার মরদেহ পাওয়া গেছে। পরিকল্পিতভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত আব্দুল্লাহর পরিবার ও এলাকাবাসী এই নৃশংস হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD