
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) || ঢাকার ধামরাইয়ে জে এনজি ক্লাবের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে “ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার আলহাজ্ব জামাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন এলাকার ক্রীড়াপ্রেমী দর্শক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, শাকিল আহমেদ হিমেল, ছাত্রদল নেতা সাব্বির হোসেন প্রমুখ।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক ও তরুণদের অনুপ্রেরণার প্রতীক।